মো: এমদাদুল হক সোহাগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার অুনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউ সড়কের কর ভবন প্রাঙ্গনে ওই প্রতিযোগীতার আয়োজন করা হয়। এক থেকে ১৫ বছর বয়সী শিশুরা তিনটি গ্রুপে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দুপুরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন কর অঞ্চল কুমিল্লার কমিশানার মো: মাহবুবুর রহমান। এসময় অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়, যুগ্ম কর কমশিনার মোহাম্মদ শাহ আলম, উপ কর কমমিশনার সদর দপ্তর (প্রশাসন) মো: আরিফুল হাসান মজুমদার, উপ কর কমিশানর জাকিয়া জাফরিন, অতিরিক্ত সহকারি কর কমিশনার মনির আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ক, খ, গ এই তিনটি গ্রুপ থেকে মোট ৯জনকে ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া অংশগ্রহণকারী সকলকেই কমন পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলেন, ক-গ্রুপে মো: তৌসিফ ই নুর তিহান, সাইফান নুর রহমান, রুদ্র নীল চক্রবর্তী। খ-গ্রুপে সাফওয়ান জারিফ সুনান, আবাস্সুম কবির, মোবাশ্বিরা জামান দীনা। গ্র-গ্রুপে সাবরিনা তাবাস্সুম, বুশরা ইসলাম নোহা, সোহানা বিনতে কাউছার।