এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) আসনে নৌকার মাঝি হতে চান বিশিষ্ট শিল্পপতি এ জেড এম শফিউদ্দিন শামীম। তিনি এসকিউ গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান। রাজনৈতিক পরিচিতি হচ্ছে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহসভাপতি।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর এলিট প্যালেস হোটেলের টিউলিপ হলে কুমিল্লা জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ যদি তাকে দলীয় মনোনয়ন দেন তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচন করবেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গিয়ে তিনি নির্বাচন করবেন না। বরুড়াতে গ্রুপিং রাজনীতি করবেন না। তিনি বলেন, আমি গ্রুপিং পছন্দ করিনা। গ্রুপিং যে কোন দলের জন্যই ক্ষতিকাররক। কুমিল্লা বরুড়া উপজেলায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও আওয়ামীলীগের পুরোধা ব্যক্তি মরহুম আবদুল হাকিম সাহেব, সেটা আমি বিশ্বাস করি।
বরুড়ার অসহায় মানুষের জন্য আমি কাজ করে চলছি। করোনা মহামারী সহ বিভিন্ন দুর্যোগে তাদের সাহায্য সহযোগিতা করেছি এবং এখনো পুরোদমে অব্যাহত রেখেছি। পাশাপাশি বরুড়ার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিলে বরুড়াবাসীর ভাগ্যের উন্নয়ন হবে। উন্নয়ন হবে সকল সূচকের। যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে দল যাকেই মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো।
মতবিনিময় সভায় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাইয়্যিদ মাহমুদ পারভেজ , দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এদিকে সাংবাদিকদের কল্যাণে প্রেস ক্লাবের কল্যাণ ফান্ডে তিন লাখ টাকা অনুদান প্রদান করেন।