বরুড়া(কুমিল্লা)প্রতিনিধি
বরুড়া পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ছয় প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দুপুর দুইটায় বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মেয়র প্রার্থী বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরুড়া উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক মো.বক্তার হোসেন, দুপুর দেড়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. জসিমউদ্দীন পাটোয়ারী বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলামের হাতে মনোনয়ন পত্র জমা দেন।
এছাড়াও কুমিল্লা দ. জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান (বাহাদুর), স্বতন্ত্র প্রার্থী পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান (মিয়া কামরুল), ইসলামি আন্দোলনের প্রার্থী আবুল বাসার, ওয়ার্কাস পাটি বাংলাদেশ আব্দুল কাদের সহ মোট ছয়জন প্রার্থী বরুড়া উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আনন্দমুখর পরিবেশে মেয়র পদে মনোনয়ন পত্র জমাদেন। এ সময় আওয়ামীলীগ প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দীন (লিংকন), উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.কামাল হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মো. আব্দুর রশিদ, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের নেতা মো. সোহেল সামাদ সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ। বি এন পি প্রার্থীর সাথে ছিলেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌরসভা বি এন পি-র নেতা-কর্মীরা। অন্যান্য প্রার্থীরাও প্রস্তাবকারী ও সমর্থনকারী নিয়ে স্ব-স্ব প্রার্থীর নমিনেশন জমাদেন। এছাড়া পৌরসভার ০৯–টি ওয়ার্ড থেকেই কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।