নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারবিএনপি নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আন্দোলন করেন সমস্যা নাই–কিন্তু গণতান্ত্রিকভাবে করেন। রাতের অন্ধকারেআওয়ামী লীগের নামধারী আমাদের মুনাফিকদেরও নিয়ে যান তাতেও কোন সমস্যা নাই। কিন্তু কুমিল্লার একটা মানুষের উপরযদি আঘাত আনেন অস্তিত্ব বিলীন করে দিবো। শান্তির কুমিল্লায় কাউকে মাস্তানি করতে দেওয়া হবে না। গতকাল রবিবার (৩০অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতেগিয়ে এসব কথা বলেন এমপি বাহার।
তিনি আরো বলেন, সামনে নির্বাচন শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ারআবদুস সবুর। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন, কুমিল্লায় এসে দেখেযান সম্মেলন কাকে বলে, আওয়ামী লীগের নেতা কর্মীরা কতোটা ঐক্যবদ্ধ।
তিনি বলেন, সম্মেলন মানে সংগঠনকে ঐক্যবদ্ধ করা, গতিশীল করা। শুধু কুমিল্লা নয় সারাদেশেই আওয়ামী লীগ নেতা কর্মীরাঐক্যবদ্ধ। আওয়ামী লীগের ইতিহাস আন্দোলন–সংগ্রাম, স্বাধীনতার ইতিহাস। উন্নয়নের ইতিহাস। আর শেখ হাসিনা হলেনউন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আমাদের সক্ষমতার পরিচয়। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নেরধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ শান্তিতেথাকে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকআরফানুল হক রিফাত, জেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান বাবলু, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক তারিকুররহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদেরচেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
সম্মেলনে অধ্যাপক কাজী আবুল বাশারকে সভাপতি এবং তারিকুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্টকমিটি ঘোষণা করা হয়।