বিশ্ব পরিবেশ দিবসে কুবিতে আলোচনা সভা

কুবি প্রতিনিধি:

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুবিতে গ্রিন ভিশন বায়োটেক ও বায়োডাইভারসিটি রিসার্চ এন্ড কনভারসেশন সেন্টার ( বিআরসিসি)-এর সহযোগিতায় রসায়ন বিভাগের উদ্যোগে “প্লাস্টিক দূষণ সমাধান” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

৫ জুন সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রসায়ন বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও সানিয়া আক্তারের সঞ্চালনায় ড. এ কে এম রয়হান উদ্দিনের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরসিসির সভাপতি ড. আক্তারুজ্জামান চৌধুরী, গ্রিন ভিশন বায়োটেকের কার্যনির্বাহী পরিচালক শরিফুজ্জামান শরিফ, এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল মাজেদ পাটোয়ারী।

এসময় বক্তারা পরিবেশ দূষণের বিভিন্ন কারন ও এর প্রতিকারে আমাদের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন।

বিআরসিসির সভাপতি ড. আক্তারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, “আমাদের দেশে প্রায় আট হাজার প্রজাতির গাছ-গাছালি আছে। তার মধ্যে প্রায় এক হাজার গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা সবাই যদি এগিয়ে না আসি তাহলে একদিন আমাদের দেশ গাছ শুন্য হয়ে যাবে।”

এসময় তিনি বিভিন্ন গাছের পরিচয় ও উপকারিতা নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেন। সেখানে তিনি বিলুপ্তপ্রায় এমন ১৪-১৫ টি গাছের পরিচয় তুলে ধরেন। এবং ১০-১২ প্রজাতির গাছ তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রদান করেন।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, “পৃথিবীর ইতিহাস হচ্ছে হিউম্যান মাইগ্রেশনের ইতিহহাস। প্রস্তর যুগ থেকে মানুষ যখনি কৃষির দিকে মুভ করলো এবং মানুষ যখনি সভ্য হতে শুরু করলো তখন থেকেই পৃথিবীকে ধ্বংস করা শুরু করলো। ভাবতে পারেন আজকে পৃথিবী কী অবস্থায় আছে!”

তিনি আরো বলেন, “শুধু একটি বিশেষ দিবসে নয় যদি আমরা প্রতিদিন এই প্রতিপাদ্যকে লালন করি এবং পরিবেশ দূষণ থেকে নিজেদের বিরত রাখতে পারি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বসবাসযোগ্য পৃথিবী হিসেবে গড়তে পারবো।”

Post Under