এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া :
ইসলামী শিক্ষার বিস্তার এবং জ্ঞানের বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ হাফেজ সাহাদুল্লাহ্ (রহ.) স্মৃতি সংসদ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মোবারক উল্লাহ্ সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার উরশিউড়া এলাকায় এই পাঠাগারের উদ্বোধন করেন। স্থানীয় বিশিষ্ট মুরুব্বী রুকনউদ্দিন হাজারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুফতী ক্বারী হোসাইন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মো.কেফায়েত উল্লাহ, মো. জাকির হোসেন, সাব্বির হোসেন, পারভেজ মিয়া, জাকির মাষ্টার, হেদায়েত উল্লাহসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাঠাগারটি দেড় শতাধিক ইসলামী ও সাধারণ জ্ঞানের বই নিয়ে যাত্রা শুরু করেছে এই পাঠাগারটি।