ব্রাহ্মণবাড়িয়ায় কারান্তরীণ হাজতির মৃত্যু 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মাদকের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অন্তরীণ ছিলেন হুমায়ূন মিয়া। এরই মাঝে হন হৃদরোগে আক্রান্ত। জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠিয়েও হয়নি তার শেষ রক্ষা। চিকিৎসাধীন ঘটে তার মৃত্য।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী হাজতি হুমায়ূন মিয়া (৪৫) জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবদুল মালেকের পুত্র বলে জেল সুপার ইকবাল হোসেন নিশ্চিত করেন।
কারা সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি হুমায়ূনকে একটি মাদক মামলায় জেলা কারাগারে পাঠায় আদালত। সেই থেকে তিনি কারান্ততরীণ ছিলেন। বৃহস্পতিবার সকালে হুমায়ূন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে জেলা কারাগারের চিকিৎসক জরুরি ভিত্ততে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, ‘হাসপাতালে আনার পর তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি দেওয়া হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
Post Under