ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে ভ্যানচালক নিহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে ভ্যানচালক আল আমিন (৩৮) নিহতসহ রাব্বি মিয়া নামের অপর চালক আহত হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহর বাইপাসের পুনিয়াউট এলাকায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারালে ঘটে এই দুর্ঘটনা। নিহত আল আমিন জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খেওড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার পুত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসে ধান বোঝাই একটি ট্রাক। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়গামী ট্রাকটি শহর বাইপাস সড়কের পুনিয়াউট এলাকায় পৌঁছার পরই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক ট্রাকটির নীচে চাপা পড়ে। এতে ভ্যানচালক আল আমিন নিহত ও রাব্বি মিয়া আহত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার এস,আই আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের মরদেহ ময়নাত দন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Post Under