বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে আইজিপি ড. বেনজির আহমেদ ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, ভূমি অফিস, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কিছু প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এসে বিক্ষুব্ধদের হামলায় আহত প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ অন্যান্য আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন। তিনি এ সময় জানান, ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভয় পাবার কিছু নেই। দেশের সকল মানুষ তাদের সাথেই আছেন। যারাই এ ধরণের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় আইজিপির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পরে বিকেলে তিনি সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হেফাজতে ইসলামের হরতাল চলাকালে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর পরিদর্শন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদেরকে এমনটি নিশ্চিত করেছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।
আরো পড়ুনঃ