এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহস্রাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। জেলার নয়টি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বুধবার (২২জুলাই) দুপুরে মেড্ডাস্হ জেলা সমাজসেবা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুজ্জান শহর সমাজসেবা প্রকল্পের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকারের কাছে হস্তান্তর করেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস, সহকারি কমিশনার ভূমি মো. মশিউজ্জামান, প্রেস ক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ উপস্হিত ছিলেন।
জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে এক হাজার ৩৬ জনের মধ্যে খাদ্য সহায়তাবিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক লিটার তেল, এক প্যাকেট সেমাই এবং এক প্যাকেট সাবান।