মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
আরো পড়ুনঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (র) এর ভাতুষ্পুত্র মাওলানা মুহাম্মদ গোলাম রহমানী সাঈদী পীর সাহেব (৭৭) গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। তাঁর নামাযে জানাযা শুক্রবার (১২ আগস্ট) বাদ আসর আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তাঁর বড় ছেলে মাওলানা গোলাম মোয়াজ্জেম সাঈদী জানাযা নামাজের ইমামতিতে আদায় শেষে তাঁরই চাচাতো ভাই মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর কবরের পাশে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানাহ ধরনের অসুস্থতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযায় আড়াইবাড়ী দরবার শরীফের পীর মাওলানা গোলাম খাবীর সাঈদী, ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, মাওলানা মিজানুর রহমান আতিকী, পীরজাদা গোলাম কবীর সাঈদী, হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী, মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী, কসবা পৌরসভা মেয়র এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম, কমিশনার মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ কবির আহমাদ, উপাধ্যক্ষ গোলাম ছাদেক চৌধুরীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। তাঁর ইন্তিকালে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন এবং কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।