মোবাইল চুরির বিচার চাওয়ায় নারীসহ ৪ জনকে কুপিয়ে আহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় মোবাইল চুরির ঘটনায় বিচার চাওয়ায় এক নারীসহ ৪ জনকে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। এঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ১১টায় কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামে। আহতদের উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতরা হলো আলী হোসেন (৭০), মায়া আক্তার (২৫), শুক্কুর মিয়া (৫৫) ও আয়েত আলী (৬৭)। এদের মধ্যে আলী হোসেন ও মায়া আক্তারের অবস্থা আশংকাজনক।
আয়েত আলী ও শুক্কুর মিয়া জানান, গত ১৭ এপ্রিল রাতে একই গ্রামের জামাল মিয়ার বখাটে পুত্র রকিব (১৮) একই গ্রামের মায়া আক্তারের একটি স্মার্ট ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মায়া আক্তার জামাল মিয়ার নিকট বিচার চাইলে জামাল মিয়া ছেলের বিচার না করে নানা তালবাহানা করে কালক্ষেপন করে আসছে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ১১টায় আলী হোসেন তার জমিতে কাজ করার জন্য রকিবদের বাড়ির পাশ দিয়ে বিলে যাওয়ার সময় রকিবসহ তার সহযোগিরা আলী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে আহত করে। সংবাদ পেয়ে মায়া আক্তার, শুক্কুর মিয়া ও আয়েত আলী ঘটনাস্থলে পৌছলে রকিব ও তার সহযোগিরা তাদেরকেও কুপিয়ে আহত করে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় এখনো মামলা হয়নি।

Post Under