শেখ হাসিনাকে হত্যা করতেই গ্রেনেড হামলা করে বিএনপি-জামায়াত- মিঠু
একাওরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিবাদ সভা
দেলোয়ার হোসেন জাকির
বিএনপি-জামায়াত ২১ আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতেই হামলা চালায়। আল্লাহর রহমত ও দেশের ১৫ কোটি মানুষের দোয়ায় সেদিন রক্ষা পান তিনি। তিনি বেঁচে যাওয়ার কারণেই আজ উন্নত বাংলাদেশ আমরা পেয়েছি।
২১ শে আগস্ট বর্বোরচিত গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে আলোচনা সভায় একাওরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য যুবনেতা আনোয়ার হোসেন মিঠু এসব কথা বলেন।
শুক্রবার বিকাল চারটায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ১৫ আগস্টের ঘাতকরাই ২১ আগস্ট নারকীয় বর্বরোচিত হত্যাকান্ড ঘটিয়েছে। ১৫ আগস্ট ঘাতকদের হাত থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনকে হত্যা করাই ছিল ঘাতকদের মূল উদ্দেশ্য।
বক্তারা বলেন, সেদিন রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি ও যুদ্ধপরাধী দল জামায়াতের প্রকাশ্যে মদদে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।
একাওরের ঘাতক দালাল নিমূল কমিটি, কুমিল্লা মহানগর এর যুগ্ম আহবায়ক শেখ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাপ নেতা বশির আহাম্মেদ, জাসদ সংগঠক এডভোকেট শহিদুল হক স্বপন, সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ আবুল কাশেম, একাওরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক অচিন্ত দাস টিটু, একাওরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহয়বায়ক মোঃ শাহিন কবির, শাহজাদা টুটুল, কুমিল্লা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, সদস্য জুলিয়াস মাকসুদ জ্যোতি, শাহিনুল ইসলাম, স্বজল, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক অর্নব সিংহ রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন একাওরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুমিল্লা মহানগর শাখার সদস্য কুমিল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুকী তাপস।