স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পালন করেছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
আরো পড়ুনঃ
দিবসটি সকালে কুমিল্লা সিটি পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন যুগ্ম কশিনার মো: মুশফিকুর রহমান, উপ কমিশনার উত্তম বিশ্বাস।
এর আগে ম্যুরালের সামনে জাতির জনক ও তার পরিবারের সদস্য যারা ১৫ আগস্ট কালো রাত্রিতে ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে অনুষ্ঠিত দোয়ায় অংশগ্রহন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীগণ।