সতর্ক কুমিল্লা রেলওয়ে পুলিশ, চাপ কম ট্রেনে

এমদাদুল হক সোহাগ:

কুমিল্লা রেলওয়ে স্টেশন সহ সকল স্টেশনেই সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীরসদস্যরা। যাত্রীদের টিকিট তল্লাশী জোরদার করা হয়েছে। যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের  মূলগেটে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা অভিযান। এতে করে কুমিল্লা স্টেশনে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটাইকম লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকাগামী ট্রেনের সন্দেহজনক যাত্রীদের ব্যাগ তল্লাশিও করা হয়েছে।

ঢাকাগামী চট্টলা ট্রেনের ক্যাটারিং সার্ভিসের সাইদুর রহমান জানান ফেনী, লাকসাম স্টেশনেও পুলিশের তৎপরতা ছিলো। চট্টলাট্রেনের ভেতরও রেলওয়ে পুলিশের তৎপরতা দেখা গেছে। কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শাহিদের রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে ফাঁড়ি পুলিশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাঅভিযানে অংশ নেন।

ঢাকায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষে এমন অভিযান কিনা প্রশ্নের জবাবে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআইশাহিদের রহমান বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয় বরং এটা আমাদের নিয়মিত অভিযান। বিনা টিকিটে যাতে কেউট্রেনে ভ্রমণ না করতে পারে সেজন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিস্ফোরকদ্রব্য আছে কিনা সেজন্য ম্যাটাল স্ক্যানারদ্বারা সন্দেহজনক ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

Post Under