এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেস্টার ২৮তম বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সন্ত্রাস বিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত হয়েছে। সমাবেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ কায়েমে রাশেদ খান হত্যা প্রচেষ্টার বাদিচারসহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবী করা হয়।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বিজয়নগরে দলীয় কার্যালয়ে উপজেলা পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সন্জয় পোদ্দার, ইয়াসির আরাফাত মিল্লাত, দুলাল মিয়া, সন্তোস মোহন রিষি, আয়েত আলী, সুদিপ পাল, ফিরোজ মিয়া,জামির হোসেন প্রমুখ।
বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ কায়েমে জননেতা রাশেদ খান মেনন হত্যা প্রচেস্টার বিচারসহ বিচার বর্হিভুত হত্যাকাণ্ড বন্ধের জোর দাবী জানান। বক্তারা জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে সোচ্ছার থাকার জন্যও সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য প্রতি বছর ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টি সন্ত্রাস বিরোধী দিবস পালন করে থাকেন।