সিটি নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় চোর লুটেরা থেকে কুমিল্লা বাসী মুক্তি পেয়েছে- এমপি বাহার
কুমিল্লা নগরীতে ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা সহায়তা ও অবকাঠামো উন্নয়ন সহায়তাচেক বিতরণ
এমদাদুল হক সোহাগ
কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা সহায়তা ও অবকাঠামো উন্নয়ন সহায়তার চেক বিতরণ হরা হয়েছে।রোববার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনকুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতাসাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পজাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় এউএনডিপি ও ইউকেএইডের সহায়তায় নগরীর ১৫০ জনকে ক্ষুদ্র ব্যবসায়করার জন্য দশ হাজার টাকা, ১০০জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা হিসেবে ৯ হাজার ৫০০ টাকা এবং অবকাঠামো উন্নয়ন হিসেবেসড়ক ও ড্রেন নির্মানের জন্য ৭৫ লাখ ৯১ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। ক্ষুদ্র ব্যবসায় ও শিক্ষা সহায়তার টাকা রকেটব্যাংকিং সিস্টেমে উপকারভোগীরা পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, গত নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় চোর লুটেরা থেকেকুমিল্লা বাসী মুক্তি পেয়েছে। সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল পুরো সিটি কর্পোরেশনকে।সরকারের বিভিন্ন বরাদ্ধ লুটপাট করেছে। মেয়র হওয়ার আগে সাক্কু ৭৭টি ফ্ল্যাট নিয়ে নেমেছিলেন কিনা প্রশ্ন করেন এমপি বাহার? তিনি বলেন, নগরীর বিল্ডিংয়ের নকশা অনুমোদনে তাকে টাকা ঘুষ দিতে হয়েছে। কুমিল্লায় কয়েকশ ভবন আছে যেগুলোরঅনুমোদনই নাই। ঘুষ খাওয়ার কারনে আইন অনুযায়ী একটি নকশাও অনুমোদন হয়নি। টাকার পাহার বানিয়েছে সাক্কু।
তিনি আরো বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন রকম ভাতা চালু করেছে যা অতীতে ছিলোনা। শেখ হাসিনারসরকার টিকে থাকলে ভবিষ্যতে দেশ আরো এগিয়ে যাবে। বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শেখ হাসিনাকে ক্ষমতায়টিকিয়ে রাখতে নৌকায় ভোট চান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবীবুর আল আমিন সাদী, কাউন্সিলর সরকারমাহমুদ জাবেদ, কাউছারা বেগম সুমি প্রমুখ।