সিসিএন পরিবারের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী ড. মো. তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল ইসলাম চৌধুরী, সিসিএন মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলম প্রমুখ।

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী।

বক্তারা সিসিএন পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। সিসিএন পরিবারের অন্তর্গত প্রতিষ্ঠানসমূহের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Post Under