নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার কোটবাড়ীর লালমাটির সবুজ পাহাড়ঘেরা নান্দনিক পরিবেশে ও নিজস্ব ক্যাম্পাসে অবস্থিত বৃহত্তর অঞ্চলে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে গবেষণামুলক উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০১৪ সাল থেকে কার্যক্রম শুরু হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। শুরু থেকেই প্রতিষ্ঠানটিতে শিক্ষার গুণগত মান শতভাগ ঠিক রেখেই পরিচালিত হয়ে আসছে একাডেমিক কার্যক্রম। প্রতিষ্ঠানটি প্রতিবছরই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে শিক্ষা, গবেষণা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমীতে এইচএসসি/সমমান উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগামী ১০ ডিসেম্বর রাত ৮টার মধ্যে http://www.ccnust.ac.bd/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সিসিএন বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৪ সালে ১২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে, ২০১৪ সালের ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে, একই বছরের ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্থাপনা তৈরির অনুমোদন এবং ২০১৫ সালের ১৮ মে ইউজিসি থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিতে গতানুগতিক শিক্ষার পাশাপাশি গবেষণামুলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন দেশের ১০/১৫টি খ্যাতিমান উচ্চ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোন সময়ে বিদেশী ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা যেকোন সময়ে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। যা বৃহত্তর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সুযোগটি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ই তৈরি করেছে।
সিসিএন শিক্ষা পরিবার প্রতিবছরই বৃহত্তর অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে শিক্ষা, গবেষণা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমীতে এইচএসসি/সমমান উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদেরকে আগামী ১০ ডিসেম্বর রাত ৮টার মধ্যে http://www.ccnust.ac.bd/ প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করার জন্য আহবান করা হয়েছে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য ০১৮৮৮০৪২৬৬৭ ও ০১৭৫৬৮১৬৩৯১ নম্বরে যোগাযোগ করতে হবে। সকাল ৮টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। সমাপনী অধিবেশনে দেশের খ্যাতিমান শিল্পীগোষ্ঠি কুড়েঘর এর শিল্পীরা গান পরিবেশন করবেন। এ বিষয়ে সিসিএন শিক্ষা পরিবারের প্রধান উদ্যোক্তা, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী জানান, সিসিএন সকল সময়ে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা কার্যক্রম আয়োজন করে থাকে। আজকের উন্নত বিশ্বে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকেও সমভাবে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়ালেখাকে বাস্তবিক জীবনে প্রয়োগ ও গবেষণা বিষয়ক জ্ঞান লাভ করে। যেহেতু আমরা সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠানগুলোকে বিশ্বের খ্যাতিমান অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারকের মাধ্যমে একাডেমিক সম্পর্ক রয়েছে। তাই আমরা প্রতিবছরই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়রত শিক্ষার্থীদের পাশাপাশি বৃহত্তর অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের আয়োজন করি থাকি। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ ডিসেম্বর কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩”। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদেরকে অবশ্যই আমাদের দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তিনি আরো জানান, বর্তমানে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদী বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ৩টি, অনার্স (সম্মান) ৬টি এবং মাস্টার্স (¯œাতকোত্তর) ২টি বিভাগে যথাক্রমে প্রকৌশল অনুষদে- পুরকৌশল বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বিজ্ঞান অনুষদে- গণিত বিভাগ, সামাজিক বিজ্ঞান বিভাগ (অর্থনীতি, ব্যবসায় প্রশাসন অনুষদে- ব্যবসায় প্রশাসন বিভাগ ও লিবারেল আর্টস অনুষদে- আইন বিভাগ, ইংরেজি বিভাগ, বাংলা বিভাগে শিক্ষার্থী ভর্তি চলছে এবং বর্তমানে প্রায় ২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।