সিসিএন বিশ্ববিদ্যালয়ের সাথে মালয়েশিয়ার গ্লোবাল একাডেমিকস রিসার্চ একাডেমির (GARA) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে মালয়েশিয়ার গ্লোবাল একাডেমিকস রিসার্চ একাডেমির (গারা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। সিসিএন বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সহ সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী এবং গারার পক্ষে প্রতিষ্ঠানটির অনারারি চিফ এডভাইজার প্রফেসর ড. আসিফ মাহবুব করিম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. আবদুল্লা রাশিদ ভার্চুয়াল সাইনিং অনুষ্ঠানে অংশ নেন। গ্লোবাল একাডেমিকস রিসার্চ একাডেমি (গারা) উইজডম অর্গানাইজেশন ফর রিসার্চ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট (ওয়ার্ল্ড) এর রিসার্চ উইং। সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষনা কাজকে আরও বেগবান করার জন্য বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক রিসার্চ ইউনিট হিসেবে চুক্তিবদ্ধ হলো গারা। এছাড়া উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যেগে বিভিন্ন কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন করা হবে। ৮ এপ্রিল, ২০২১ অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে গারা এবং সিসিএন বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন ইউনিক্যাফ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ক্রিস্টিয়ান মুসাইবি, গারা মালয়েশিয়া চ্যাপ্টার প্রেসিডেন্ট প্রফেসর ড. ও ইউ হুক, গারা বাংলাদেশ চ্যাপ্টার প্রেসিডেন্ট ড. নাদিয়া ফারহানা, গারা কানাডা চ্যাপ্টার প্রেসিডেন্ট এডওয়ার্ড মন্ডল, গারা ইউকে চ্যাপ্টার প্রেসিডেন্ট ড. ভিক্টর মুচিমিয়া, গারা পাকিস্তান চ্যাপ্টার প্রেসিডেন্ট ড. আল্লাহদাদ খান, প্রফেসর ড. ইয়োপ আলী দোবি, প্রফেসর চি হিন, প্রফেসর ড. ডেনিয়েল ইয়েপ, , ড. পাম কিম কুয়ং, ড. সারম আহমেদ, , ড. জেমস লিই, প্রফেসর ড. মুই, প্রফেসর, ড. শোবা, , ড. উইলিয়ার্ড মুসাকেল, ড. এসআই ছুয়া, সিসিএন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. একেএম আছাদুজ্জামান, ট্রেজারার অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা বৃন্দ।