এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আরো পড়ুনঃ
বিশ্বখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমির মসজিদের ওয়াকফকৃত জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এহেন ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদীচী জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ১২০ বছরের পুরানো সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর হাতে গড়া মসজিদের জায়গা ভুয়া দলিলের মাধ্যমে একটি কুচক্রী মহল আত্মসাতের পাঁয়তারা করছে। লিটন মিয়া গংরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। বক্তারা অনতিবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান। মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক আব্দুর নুর, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, নোঙরের জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, ফেরদৌস খান প্রমুখ।