হজের খুতবা বাংলা অনুবাদ করবেন কুমিল্লার ড. খলীলুর রহমান

এমদাদুল হক সোহাগ:
বাংলা ভাষাভাষীদের জন্য হজের খুতবার বাংলা অনুবাদ করবেন ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

কুমিল্লার ড. খলীলুর রহমান

অন্যতম অনুবাদক ড. খলীলুর রহমানের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা উত্তর পাড়ায়। তাঁর বাবার নাম মরহুম মাওলানা আবদুল জলিল। তিনি কুমিল্লার দেবীদ্বার ধামতী আলীয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

আজ ২৭ জুন আরাফা ময়দানে অবস্থান করবেন হাজিরা। সেদিন ২০ লাখের বেশি হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ।

বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে ২০টির বেশি ভাষায় খুতবা সম্প্রচার করা হবে। এসব কাজের তত্ত্বাবধান করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। এই ২০ ভাষার মধ্যে বাংলাও রয়েছে।

Post Under