আগামীকাল ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্বের ১২০টি দেশের ২৪০টি প্রতিষ্ঠানের ন্যায় বাংলাদেশেও এ আন্তর্জাতিক দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উদযাপিত এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি”।
সারাদেশের ন্যায় কুমিল্লাতেও দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলাপ্রশাসন কুমিল্লার আয়োজনে সকাল সাড়ে নয়টায় কুমিল্লা জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য ট্রাক শো এর। যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন বিধান নিয়ে তৈরি করা জারিগান ও থিম সং ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা তথ্য অফিসের সহযোগিতায় কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজার, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে প্রদর্শন করা হবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ নিয়ে তৈরি করা প্রামাণ্যচিত্র। আদর্শ সদর ব্যতীত সকল উপজেলায়ও সংশ্লিষ্ট উপজেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটি কর্তৃক বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে কুমিল্লা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে।