ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশী বাঁধায় শিক্ষানবীশ আইনজীবীদের মানববন্ধন পণ্ড

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল’র এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীশ আইনজীবীকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে গ্যাজেট প্রকাশের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধনে দাঁড়িয়ে বক্তব্য শুরু করার পর পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের মানববন্ধন পণ্ড করে দেয়। পরে কাউতলীতে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শাহ মো. কাউসার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ, মো. জালাল হোসেন মামুন প্রমুখ।

বক্তারা বলেন, করোনার কারণে যথাসময়ে তাদের অন্যান্য পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে শিক্ষানবিশ আইনজীবীদের জীবনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তারা প্রধানমন্ত্রীর নিকট তাদেরকে বিশেষ ব্যবস্থায় আইনজীবী হিসেবে গেজেট ঘোষণা করার দাবী জানান।

Post Under