স্টাফ রিপোর্টার
আরো পড়ুনঃ
শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে হবিগঞ্জ সফরে গিয়েছে কুমিলা অনূর্ধ্ব ১৮ জেলা দল। বুধবার ২ নভেম্বর চাঁদপুর জেলা দলের সাথে প্রথম ম্যাচ খেলবে কুমিল্লা জেলা দল। পরে নোয়াখালী ও সুনামগঞ্জের সাথে খেলবে কুমিল্লা।
মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে কুমিলা অনূর্ধ্ব ১৮ জেলা দল। কুমিলা অনূর্ধ্ব ১৮ জেলা দলকে বিদায় জানান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ।