এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অনেক সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়। ভারতীয় মিত্রবাহিনীর অবদানের জন্য তাদের স্মরণে আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ হবে। অচিরেই এর নির্মাণ কাজ শুরু হবার কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। শনিবার (১১ জুলাই) দুপুরে স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশুগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মুখযুদ্ধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।প্রস্তাবিত স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর, সোহাগপুর ও বাহাদুরপুরে তিনটি জায়গা সচিব পরিদর্শন করেন।
এসময় সচিবের সাথে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার, সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন, আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ প্রমুখরা উপস্থিত ছিলেন।