কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল নাছির, কসবা ইমাম প্রি-ক্যাডেট এর অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ন। বর্তমান সরকারের আমলে দেশে মাথা পিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের ১০ বৎসরের মহাপরিকল্পনায় আমাদেরকে প্রতি বৎসর ৫.৬ হারে উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান এর সঞ্চালনায় দিবসটি তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী, মোহনা টিভি কসবা প্রতিনিধি হারুনুর রশিদ ঢালি প্রমুখ।