কসবায় দুই দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কসবা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরী এবং ইউনিক আইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দুই দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীতে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী।

কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ, গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম কলেজের অধ্যক্ষ আকরাম খান প্রমুখ।

দুই দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ৩০টি প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি বিষয়ক শিক্ষকসহ ৬০জন অংশগ্রহণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ জানান ইউনিক আইডি হল প্রচলিত রোল নম্বর এর পরিবর্তে অনলাইন এর মাধ্যমে শিক্ষাথীদের জেনারেটেড নম্বর। শিক্ষার্থীদের এই জেনারেটেড নম্বর ১৮ বৎসর বয়সের পর জাতীয় পরিচয়পত্রে পরিণত হবে।

 

 

Post Under