মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নানান কর্মসূচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হচ্ছে। কর্মসূচীর মধ্যে ছিল করোনার গণটিকা, স্মারক বৃক্ষরোপণ ও চিত্রাংকন কর্মসূচী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কসবা মহিলা ডিগ্রী কলেজে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। এসময় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিবস উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মারক বৃক্ষরোপণ করা হয়।
এদিকে সকাল ৯টায় উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিবস উপলক্ষে করোনার টিকা প্রদান করা হয়। পৌরসভায় ১ হাজার ৫০০ ও প্রতিটি ইউনিয়নে ১ হাজার ২০০ করে মোট ১৩ হাজার ৫০০ জনকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়।
অপরদিকে কসবা মহিলা ডিগ্রী কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিজ্ঞান বিষয়ক কুইজ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ও ‘শেখ হাসিনা: বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাপ্তাহিক অপরাধপত্র পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ ঢালি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছিমা বেগমসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক-অভিভাবক, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
কসবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের কর্মসূচী শুরু হয় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজনের মাধ্যমে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে বিভিন্ন এতিমখানায় এতিমদের জন্য উন্নতমানের ৫০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। কসবা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহবায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতা-কর্মীরা মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল হান্নান।