কসবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল তিন শতাধিক নারী- পুরুষ

কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক নারী-পুরুষ। মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার মান্দারপুর গ্রামে মা আমেনা গফুর চ্যারিটেবল হাসপাতালে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা সেবা নেন রোগীরা। মান্দারপুর সমিতি ঢাকা’র উদ্যোগে বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা ছুটে আসেন বিনামূল্যে চিকিৎসা নিতে। চক্ষু চিকিৎসার পাশাপাশি বসুন্ধরা আই হসপিটালের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়।
ঢাকাস্থ কসবা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মান্দারপুর সমিতি ঢাকা’র উপদেষ্টা এম এ কাইয়ুম সরকারের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বাদৈর ইউপি চেয়ারম্যান শিপন আহাম্মদ ভুইয়া, মান্দারপুর সমিতি ঢাকা’র সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক রুমেল সরকার, সাহেবাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বসুন্ধরা আই হসপিটালের সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম রাব্বি ও অপটিমিষ্ট গাজি রিয়াজউদ্দিনসহ সাত সদস্যের চক্ষু বিশেষজ্ঞ দল। এসময় এলাকার গগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Post Under