কসবা (ব্রাহ্মণাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার (০৪ জানুয়ারী) দুপুর ১২টায় বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে ৪০ জোড়া ভেড়া বিতরণ করা হয়। ভেড়া বিতরণ অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া। কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, অপরাধপত্র পত্রিকার সম্পাদক খ.ম. হারুনুর রশিদ ঢালি, কসবা উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী মো. শিহাবুর রহমান, কসবা উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহŸায়ক কাজী মানিক প্রমুখ। এসময় মৎস অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী নিবন্ধিত জেলেরা উপস্থিত ছিলেন।
কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান জানান, ২০২১-২০২২ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় মঙ্গলবার (০৪ জানুয়ারী) উপজেলার ৪০ জন নিবন্ধিত জেলেদের মধ্যে প্রত্যেককে ১টি ভেড়া ও ১টি ভেড়ী প্রদান করা হয়। তিনি আরো বলেন, জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক কার্যক্রমের অংশ হিসেবে এসকল ভেড়া-ভেড়ী প্রদান করা হয়। উপজেলার তিন হাজার ৫০০ নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ২২৪০ জন জেলেকে বিভিন্ন প্রণোদনা প্রদান করা হয়েছে।