কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মাসুদ উল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, উপজেলা এলজিইডি প্রকৌশলী এ টি এম রবিউল আলম, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ, কুটি পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণপদ সাহা প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজন ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এবার উপজেলার ৪৭টি পুজোমন্ডপে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে।