কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের ইন্তেকাল

এমদাদুল হক সোহাগঃ
পরিচ্ছন্ন ব্যক্তিত্ব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বনামধন্য শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
বুধবার রাত ১১টায় রাজধানী ঢাকার পান্থপথের বিআরবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমের ছেলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, দীর্ঘদিন যাবৎ তাঁর বাবা অসুস্থতায় ভুগছিলেন। আজ রাতে চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের মৃতদেহ ঢাকার ওই হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

ঢাকা থেকে মরদেহ শুরুতে কুমিল্লা নগরীর পশ্চিম বাগিচাগাঁও মল্লিকা হাউজে আনা হবে। বৃহস্পতিবার কুমিল্লা নগরীতে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মল্লিকা দিঘী গ্রামে আরেকটি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাযার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্ধারিত হয়নি। এদিকে জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহেরের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও কুমিল্লা নগরীতে।

Post Under