এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় উন্নত চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কে আলী মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার হাসপাতালটির শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, কুমিল্লায় এক সময় প্রচুর পুকুর ও দীঘি ছিলো যার কারনে কুমিল্লা ব্যাংক ও ট্যাংকের শহর বলা হতো। এখন কুমিল্লার অলিতে গলিতে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার হচ্ছে। হাসপাতাল মালিক ও চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু হাসপাতাল করলেই হবেনা চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে হবে। গরীব মানুষও যেন চিকিৎসা পায় সেরকম সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রতিষ্ঠান চালাতে হবে।
পরিবহন নেতা মো: তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিছ, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, স্বাচিবের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো: জসীম উদ্দিন।