নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) আজিজুর রহমান চৌধুরীঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলমহাল, বর্ষায় প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ডাক বাংলো প্রাঙ্গণে লঙ্গন নদীর ঘাটে পোনামাছ অবমুক্তকরণ করেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।
পোনামাছ অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
২০২০-২১ আর্থিক সালে রাজস্ব বাজেটের ১ (এক) লক্ষ টাকায় ৬৭০ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ করা হয় ।