বরুড়ার অদম্য নারী শাকিলা জামানের আজ জন্মদিন

সুজন মজুমদারঃ
আজ ২রা জুলাই। ১৯৮৫ সালে আজকের এইদিনে বরুড়া পৌরসভা জন্মগ্রহণ করেন শাকিলা জামান। তিনি ডাঃ রমজান আলী চেয়ারম্যানের বড় ছেলে ফরিদুজ্জামান ও শিরিন জামান (বাংলাদেশ সরকারের জয়ীতা পুরস্কার প্রাপ্ত) দম্পতির মেঝ মেয়ে।
শিক্ষাজীবন শুরু করেন বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের মধ্যে দিয়ে। ২০০২ সালে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৪ সালে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করেন। তারপর পাড়ি জমান জেলা শহর কুমিল্লায়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স ও পাশাপাশি কুমিল্লা ল’ কলেজ থেকে এল এল বি শেষ করেন।

শিক্ষাজীবন শেষ করে তিনি পোস্ট মাস্টার হিসাবে (মধ্যলক্ষীপুর শাখা পোস্ট অফিস) নিজকে কর্মজীবনে সোপর্দ করেন। পাশাপাশি কুমিল্লা জজ কোর্টে শিক্ষানবীশ আইনজীবী হিসাবে কাজ করছেন।

কর্মজীবনের পাশাপাশি তিনি সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বরুড়া নারী অধিকার ফোরামের সভাপতি, ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর দপ্তর সম্পাদক ও ডাঃ রমজান আলী চেয়ারম্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২ ছেলে রিজোয়ান মুকতাদি ও ফারহান মুকতাদির জননী। সকল কিছু মাঝে তিনি বই পড়া, স্ক্রিপ্ট লেখা, উপস্থাপনা ও আবৃত্তি করা নিজের শখ হিসাবে বেচে নিয়েছেন। ভবিষ্যতে তাঁর জনবান্ধন রাজনীতি করা ইচ্ছা রয়েছে।

Post Under