শোক ও বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে চাঁদপুরবাসী

শরীফুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা হয়।

পতাকা উত্তোলন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজে কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চাঁদপুর প্রেসক্লাব ও দলীয় নেতা-কর্মী এবং জেলা সদরের সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Post Under