আজিজুর রহমান চৌধুরীঃ
নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন মক্তব বাজার প্রাঙ্গণে ১৬ জানুয়ারি সকালে নারী নির্যাতন আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২৬ ডিসেম্বর ২০২০ইং সন্ধ্যায় ধরমন্ডল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেওরত কবরস্থানের পূর্ব পাশে এ নেক্যারজনক ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায় সন্ধ্যা সাড়ে ৬টায় হাসিনা বেগম তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি দেওরত এক বিয়ে অনুষ্টানে রওয়ানা হন। বাড়ি থেকে বের হয়ে কিছু সম্মুখে যাওয়ার পর মোবাইল নেয়ার জন্য স্বামী হিরন আলীকে বাড়িতে পাঠান।
ভিক্টিম হাসিনা বেগমকে (৩৫) একা পেয়ে পূর্বথেকে উৎ পেতে থাকা ৪ জন তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে স্বামী ও পাড়া প্রতিবেশী দৌড়ে এসে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে হিরন মিয়া বাদী হয়ে ১লা জানুয়ারি ২০২১, নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মনববন্ধনে ভুক্তভোগী নির্যাতনের আলামত বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান একটি বিশেষ মহল মামলাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষে স্থানীয় ফরহাদ সহ কয়েকজনকে আসামি করার জন্য হুমকি প্রদান করে। উল্লেখ্য, ফরহাদ মামলা এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত নয়। মানববন্ধনে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার রমজান মিয়া, সাবেক মেম্বার জিতু মিয়া, হাজ্বী আলাই মিয়া, নবাব মিয়া, জলিল মিয়া, বাছির মিয়া প্রমুখ।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বাহার চৌধুরীর সাথে কথা বললে সে জানায়- ‘আমার জানা মতে ঘটনা সত্য’।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. আনিচুল হক জানায়, মামলাটি তদন্তনাধীন ও আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।