কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি
গতকাল বুধবার (২৮ এপ্রিল) বিকালে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাইশার গ্রামের আশ্রয়ন প্রকল্প-২ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খান। এসময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাছিবা খান, খাড়েরা ইউপি চেয়ারম্যন কবির আহাম্মদ খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, অর্থ-সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর-সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, “মুজিব শতবর্ষের অঙ্গিকার গৃহহীন থাকবেনা কোনো পরিবার” এ ¯েøাগানের প্রতিপাদ্যকে সামনে রেখে কসবা উপজেলায় ১২.৩৫ একর জমির উপর মেঘা প্রকল্প গ্রহণ করেছে সরকার। গৃহহীন ও আশ্রয়হীন পরিবারে জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর কাজ সম্প্রতি ভার্চুয়ালে উদে¦াধন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। মেঘা প্রকল্পের মধ্যে রয়েছে ৫’শটি পরিবার, ১টি স্কুল, ১টি মসজিদ, ১টি মন্দির, একটি বাজার ও একটি পুকুর।