পরিবহন শ্রমিক জনাব লিটন এবং আবু তৈয়ব হত্যার বিচার,
আয়কর সংকুচিত করন এবং রাস্তায় পুলিশি চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্যাঙ্কলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব তাজুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, ঢাকা জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।
সমাবেশে তাজুল ইসলাম বলেন, দুই পরিবহন শ্রমিক হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় হওয়া সব হত্যা মামলা প্রত্যাহার, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।
দাবি আদায় না হলে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।