বিভিন্ন বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন পরেও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড না পাওয়াতে হতাশা ব্যক্ত করেন। আইডি কার্ড না থাকাতে তাদেরকে প্রতিনিয়ত অনেক জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, পোহাতে হচ্ছে ভোগান্তিও।
বাংলা বিভাগের শিক্ষার্থী ফারজানা নিলা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আইডি কার্ড না থাকায় আমি স্কলারশিপের জন্য অনেক জায়গায় আবেদন করতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের একজন সদস্য হতে পারিনি। এছাড়াও আমাকে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। তাই অতি দ্রুত আমাদের আইডিকার্ড প্রদান করার জোর দাবি জানাচ্ছি।’
আইডি কার্ড সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘ভর্তি পরবর্তী আমার ভার্সিটিতে প্রায় ২১ মাস হয়েছে কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার অইডি কার্ড পাই নি। আইডি কার্ড না পাওয়াতে আমরা যেমন নানা ভোগান্তিতে পড়ছি তেমনি আমাদের নানা সমস্যা তৈরি হচ্ছে। স্টুডেন্ট আইডি কার্ড একজন শিক্ষার্থীর পরিচয় বহন করে কিন্তু প্রায় দুই বছর পার হয়ে গেলেও আমরা আমাদের আইডি কার্ড পাইনি।’
দীর্ঘদিন পরেও আইডি কার্ড না পাওয়ার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘যে যেই হলের সাথে যুক্ত আছে তারা যদি সেই হল প্রভোস্টের মাধ্যমে আবেদন করে তাইলেই অতি দ্রুত সময়ের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে তারা তাদের আইডিকার্ড পেয়ে যাবে। প্রয়োজনে আমরা আইডিকার্ডের জন্য ১৪ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ইনফরমেশন নেয়ার জন্য একটা ফর্ম বানিয়ে দিব, ওই ফর্ম ফিলাপ করেও তারা আইডিকার্ড অতি দ্রুত সময়ে পেয়ে যাবে।’