আজিজুর রহমান চৌধুরী
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২০ মার্চ সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমন্ত্রিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কামাল ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এডঃ আক্তার হোসেন সাঈদ, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল খাঁন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়া, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, মোঃ সহিদ মিয়া, স্কুলের ছাত্রী সাদিয়া, খাদিজা, জান্নাতুননেছা প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা / উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র/ ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।