কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ১০ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি। ওই কমিটিগুলি বাতিলের প্রতিবাদ জানিয়েছেন সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপরে উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম ও সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম ভূইয়ার যৌথ স্বাক্ষরে এক তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানিয়েছেন।
উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রæয়ারি কসবা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া বার কাউন্সিলের সাবেক সভাপতি ও কসবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দিন আহাম্মদ খানকে আহবায়ক এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শরীফুল হক স্বপনকে সদস্য সচিব করা হয়েছে। ওই কমিটি গত ১৫ ফেব্রæয়ারি সোমবার এক বৈঠকের মাধ্যমে কসবা উপজেলার ১০টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
কমিটি বাতিলের প্রতিবাদে মঙ্গলবার দুপরে উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম ও সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম ভূইয়ার যৌথ স্বাক্ষরে এক তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানিয়েছেন। এতে বলা হয়েছে, সম্মেলনের মাধ্যমে কসবা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছিল। দুটি ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটি বিলুপ্ত করা আহবায়ক ও সদস্য সচিবের মনগড়া এবং বিএনপির গঠনতনন্ত্রের সাথে সাংঘর্ষিক সিদ্ধান্ত। মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তারা কমিটি বহাল রাখার দাবী জানান।
কসবা উপজেলা বিএনপির নতুন কমিটির আহবায়ক মো. ফখর উদ্দিন আহাম্মদ খান বলেন, বিএনপি একটি বড় দল। এতে প্রতিদ্বন্ধিতা থাকবে। গঠনতন্ত্র মোতাবেক উপজেলার ১০টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। নতুন করে ইউনিয়ন কমিটি গঠন করার পর উপজেলা কমিটি গঠন করা হবে। তবে কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে ।
।