কসবায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের মধ্যে মানবিক খাদ্য সহায়তা

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় বুধবার (৫ মে) করোনা ভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা দেয়া হয়েছে।  কসবা টি.আলী ডিগ্রী কলেজ মাঠ স্বাস্থ্য বিধি মেনে মানবিক সহায়া  প্রদান কার্যক্রম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক । কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌর সভার মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা টি.আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. কে আজাদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, কসবা উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহŸায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় কসবা উপজেলার ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১ হাজার মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ১ লিটর সয়াবিন তৈল, ১ কেজি পেয়াজ, আধা কেজি ডাল, আধা কেজি সেমাই, আধা কেজি চিনি।
অনুষ্ঠানে আইনমন্ত্রী ভার্চুয়ালি অংশগ্রহণ করে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন। তিনি অনুষ্ঠানে আগত জনগণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা ত্রাণ নয় এটা আপনাদের অধিকার।
Post Under