কসবায় পানি নিষ্কাশনের জন্য ছয় কিলোমিটার ড্রেন নির্মাণ

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ি এলাকায় পানি নিষ্কাশনের জন্য ছয় কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (১৭ ফেব্রæয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসাবে এ কাজের উদ্বোধন করেন কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পৌরসভার পানি সরবরাহ ও মানববজ্য ব্যবস্থাপনাসহ এনভারমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় ছয় কোটি টাকা ব্যয়ে এ ছয় কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল মো. শরীফুল ইসলাম, কসবা পৌরসভার সহকারী প্রকৌশলী এ.ডি.এম বাবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন মো. সফিকুর রহমান (মাস্টার) কাউন্সিলর মো. আবু ছায়েদ, মো. রঙ্গু মিয়া, মহিলা কাউন্সিলর লুৎফুন্নাহার রিনা প্রমুখ।

Post Under