মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেদে, হিজড়া, ছিন্নমূল ও অসহায় ১৫৮ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ কামাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম, মো. সোহরাব হোসেন, অলিউল্লাহ সরকার অতুল ও মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্ববাহী কর্মকর্তা কুটি গ্রামে ভাসমান বেদে সম্প্রদায় ও কসবা রেল স্টেশনে হিজড়া ও ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
আরো পড়ুনঃ
জানা যায়, এক হাজার টাকা মূল্যের ২টি উপহার সামগ্রীর প্যাকেট প্রত্যেককে দেওয়া হয়। উপহার সামগ্রীর মাঝে রয়েছে ১০ কেজি চাউল, ১ লিটার সয়াবিন তৈল, আধা কেজি চিনি, আধা কেজি মসুর ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ প্যাকেট নুডলস, ১ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়ো দুধ ও ১টি ডেটল সাবান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান; ছিন্নমূল, অসহায়, হিজড়া ও বেদে সম্প্রদায়ের মানুষেরা যেন ঈদ উল আযহা সুন্দরভাবে করতে পারেন তার জন্য তাদের এই প্রচেষ্টা। করোনার এই সময়ে তিনি সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।