কসবায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার (১৮ অক্টোবর) যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ চত্ত¡রে অস্থায়ীভাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এসময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য সামনে রেখে এক সেমিনার অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খানের সঞ্চালনায় সেমিনারে শেখ রাসেলের জীবনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম চৌধুরী স্বপন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ। এসময় ছাত্র-শিক্ষক-অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে কুইজ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

এদিকে রোববার দুপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া গাছের চারা বিতরণ করেন। এসময় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুন্নাহার উপস্থিত ছিলেন।

Post Under