কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভ্ূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল নাছির, কসবা উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহŸায়ক কাজী মানিক প্রমুখ।
সভায় উপজেলার ১১টি কম্পিউটার ল্যাবযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন।
ওইদিন “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য সামনে রেখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। তাছাড়া দিবসটি যথাযথ পালনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হবে।