এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
যথাযোগ্য মর্যাদায় দেশের অন্যান্য স্থানের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু করা হয়।
আরো পড়ুনঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা ঘোষিতের পর স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরকি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। পরে জেলা পুলিশ কর্তৃক গার্ড অব অর্নার শেষে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেণী-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করাসহ নানান কর্মসূচি পালিত হয়।জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে আযোজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।