এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
করোনা সঙ্কট মোকাবেলায় ‘নো মাস্ক নো সেল’ এই প্রচারণার প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিকার (১৬জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অনলাইনে ডেমোক্রেসী ইন্টান্যাশনাল এ্যাডভোকেসী গ্রুপ আয়োজিত সমাবেশে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এ্যাডভোকেসী গ্রুপের সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্যসচিব দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও ডেমোক্রেসী’র সিনিয়র সমন্বয়ক আবুল বাশারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম-সম্পাদক মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা চেম্বার সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর, মহিলাদল নেত্রী শামীমা বাছির স্মৃতি, জাপা নেত্রী অ্যাডভোকেট শিখা বেগম, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,শাহাদাত হোসেন, রাজনৈতিক ফেলো মিনহাজ মামুন, সানী, সামাজিক সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না।
গ্রুপ সমন্বয়ক দীপক চৌধুরী বাপ্পী বলেন, আজকের ভার্চুয়াল সমাবেশে আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ নো মাস্ক-নো সেল নীতির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। এ লক্ষ্যে আমরা জেলা প্রশাসক, পৌর মেয়র ও জেলা চেম্বারের সভাপতির মাধ্যমে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ‘নো মাস্ক-নো সেল’ কার্যক্রম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। করোনা সঙ্কট মোকাবেলায় এই নীতি প্রকৃত কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।